কাঁচের কপাট খুলে দেই
দক্ষিণা বাতাসের আভাসে,
অতীত মোহে কাটাই দিবস
আনমনে আপন নিবাসে।
শুরু হবে নতুন প্রাপ্তি আর
প্রশান্তির মিষ্টি আবেশে,
পুরানো স্মৃতি কথায় আবিষ্ট
এক পিছুটানা রেশে।
লোহার শক্ত গ্রীলের মাঝে
হাত রাখি অসীম বিশ্বাসে,
আবার হাটতে চাই আমি,
পৃথিবীর ধুলো মাটি ঘাসে।