বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

থাই জঙ্গল থেকে উদ্ধার ৯১ জনই বাংলাদেশি

thi_80192

থাইল্যান্ডের জঙ্গলে আরও ১১৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে ৯১ জনই বাংলাদেশী। বাকী ২৬ জন রোহিঙ্গা। শুক্রবার দেশটির সঙ্খলা প্রদেশের রাত্তাফাম জেলার মালয়েশিয়া সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়। ওই প্রদেশের প্রদেশের উপগভর্নর একারাত সিসেন এর বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েয়ে, শুক্রবার মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশের রাত্তাফাম থেকে ১১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৬ জন রোহিঙ্গা। বাকীরা সবাই বাংলাদেশের নাগরিক।’প্রতিবেদনে প্রদেশের উপগভর্নর আরও বলেন, উদ্ধারকৃতদের মধ্যে যারা মানবপাচারকারীদের ফাঁদে পড়ে এখানে এসেছে তাদেরকে সামাজিক উন্নয়ন ও মানবিক নিরাপত্তা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। অন্যদিকে, যারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এমনকি তাদের নিজ দেশেও ফেরত পাঠানো হতে পারে।  সূত্র: রয়টার্স