শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর বন্দুক হামলা : একজন নিহত

image_68131.thailand-map
থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীদের একটি যান হামলার শিকার হলে এক বিক্ষোভকারী গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানায়।কয়েক সপ্তাহ ধরে শান্ত থাকার পর এ ঘটনায় ব্যাংককের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কা দেখা দিয়েছে। হতাহতরা সরকার বিরোধী আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে যুক্ত। তারা রাজধানীর উত্তরাংশে একটি সরকার বিরোধী সমাবেশ থেকে ফিরছিল। এমন সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের যানটির ওপর হামলা চালায়।
রাজধানীর এরাওয়ান জরুরি সেবা কেন্দ্রের তথ্য মতে এ হামলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নিরাপত্তা উপদষ্টো পারাদর্ন-পাত্তানাতাবুত বলেন, ‘আমাদের প্রাথমিক গোয়েন্দা তথ্য মতে এতে নিশ্চিতভাবে রাজনীতি জড়িত।’ তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।’ তিনি বলেন, কট্টরপন্থীরা গভীর রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছে।