গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে তিন চিল্লা সম্পাদনকারী তাবলিগ জামাতের কর্মীরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। জুমার নামাজের পর মূল বয়ান শুরু হবে। তাবলিগ জামাতের আলেমরা গুরুত্বপূর্ণ বয়ান দেবেন।২ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমা শেষ হবে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।