পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানিবণ্টন নিয়ে বলেছেন, আমার ওপর আস্থা রাখুন। এটা আমাদের প্রবলেম (সমস্যা)। এটা আমাদের-আপনাদের সবার প্রবলেম। তিনি বলেন, আমি হাসিনাদির (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গেও এ বিষয়েও কথা বলবো। বিষয়টি আমাদের ওপরই ছেড়ে দিন।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুইবাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে ‘বৈঠকি বাংলা আড্ডা’য় মমতা বন্দ্যোপাধ্যায় এ সব কথা বলেন।
তিনি বলেন, আমি বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। ভাষা আন্দোলনের এই আবেগের দিনে এসে আমরা আপ্লুত। বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের সুযোগ পেয়েছে, এটি বাংলাভাষি হিসেবে আমারদেরও গর্ব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, আমরা গোটা পশ্চিমবঙ্গ পরিবার আনন্দিত। আমাদের এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার মধ্যে যতই রাজনৈতিক এবং ভৌগলিক বাউন্ডারি থাকুক, মনের কোনো বাউন্ডারি নেই।