বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।রাজধানীর বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকে এক পথসভায় খালেদা জিয়া এ কথা বলেন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একদিন বিরতি দিয়ে শুক্রবার আবারো সিটি নির্বাচনী প্রচারনায় বের হন।খালেদা জিয়া বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। সেনা মোতায়েন হলে ভোটাররা ভয়হীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু সেনা মোতায়েন না করে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। তারা (আওয়ামী লীগ) সেনাবাহিনী মোতায়েনে ভয় পায় কেন?তিনিও বলেন, বলেন, আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি মিশনে গিয়ে সেদেশের জনগণের নিরাপত্তা দিয়ে সুনাম অর্জন করেছে। এখন তারা কেন দেশে জনগণের নিরাপত্তা দিতে পারবে না? তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানান।সাড়ে চারটার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হন। তাঁর গাড়িবহর প্রথমে রাজধানীর নতুন বাজার এলাকায় যায়। সেখান থেকে গাড়িবহর প্রগতি সরণি হয়ে বসুন্ধরা আবাসিক এলাকার মূলগেইট হয়ে কুড়িল যায়।