১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪ দল একক প্রার্থীকে সমর্থন দেবে। এক্ষেত্রে জোটনেত্রী শেখ হাসিনার সমর্থনই চূড়ান্ত।রাজধানীর ধানমন্ডিতে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন ও সংগ্রামের মাঠে ১৪ দলীয় জোট একসঙ্গে থাকবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি বিএনপি-জামায়াত চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।নাসিম বলেন, আমরা একক প্রার্থীকে সমর্থন করবো। কিন্তু ১৪ দলীয় জোট নেত্রী যাকে সমর্থন দেবেন, আমরা তার পক্ষে কাজ করবো।স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিএনপি ডাবল স্ট্যান্ডের দল। তারা হরতাল-অবরোধ প্রত্যাহার করে নিয়ে আবার গায়েবী প্রেস রিলিজ দিয়ে হরতাল-অবরোধ ঘোষণা করেছে। জনগণ ভয়কে জয় করেছে।রাজধানীর তেজগাঁওয়ে সোমবার সকালে ‘ব্লগার’ ওয়াশিকুর রহমান হত্যাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান নাসিম।আগামী ১ লা এপ্রিল গাইবান্ধায় ১৪ দলের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশে এই সমাবেশ অব্যহত থাকবে বলে তিনি জানান।আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, ‘সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। কিন্তু সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হয় না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।সকালে ১৪ দল মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় আ’লীগের ডা. দিপু মনি, ড. আবদুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বয়াক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।