সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তিন মোড়লের প্রস্তাব পাশ

10408_crc

 

অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে ফেলেছে ‘বিগ থ্রি’। আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি’র সভায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির ‘বিতর্কিত’ প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রস্তাব গৃহিত হয়েছে। এই সংস্কার প্রস্তাবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হাতে ব্যাপক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট বিষয়ে কোন আলোচনা হয়নি। এতে টেস্ট ক্রিকেট দি-স্তর বিশিষ্ট হচ্ছে না। তবে আইসিসি’র ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দলটি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানির দলের সঙ্গে প্লে-অফ ম্যাচ জিতে টেস্ট মর্যাদা পাওয়া সুযোগ পাচ্ছে। বর্তমানে টেস্টের তলানির দল বাংলাদেশ। আইসিসি’র প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন আগামী জুলাই থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একইসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস নতুন করে গঠিত হওয়া নির্বাহী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আইসিসি’র বৈঠকে ‘বিতর্কিত’ এই এই খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য যে ভোট প্রয়োজন ছিল তা পেয়েছে বিগ থ্রি। ‘পজিশন পেপার’Ñএর বিরোধিতা করেছে শুধুমাত্র পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিগ থ্রি’র বিরুদ্ধে সোচ্চার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও শেষ পর্যন্ত পজিশন পেপারে সাক্ষর করেছে।