দীর্ঘ ৩ মাস পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন মাঝারি সারির কয়েকজন নেতা। শনিবার সোয়া ৭ টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরে যাওয়ার পর শনিবার সেখানে প্রবেশের উদ্যোগ নেয় বিএনপি।এর আগে বিকেলে আসাদুল করিম শাহীন বলেছিলেন, পুলিশ যেহেতু তালা দিয়েছে তাই তাদের অনুমতি পেলেই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকবেন তারা।কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়ার গুঞ্জনে শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খোলার খবর পেয়ে সেখানে জড়ো হয় উৎসুক জনতা।দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন সাংবাদিকদের জানান, আমরা এখন কার্যালয়ে অবস্থান করছি বাইরে প্রচণ্ড ঝড় বইছে।