ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে । আজ বৃহস্পতিবার কেদারাকোট সীমান্তের ১৯৬৬ নম্বর মেইন পিলারের কাছে সন্ধ্যা ৬টার দিকে বিএসএফের কম্পানি কমান্ডার বিরেন্দ্র বাজপাই, খোয়াই থানার ওসি শ্যামল দেব বর্মা নিহতদের মরদেহ বর্ডার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ৪৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন ও চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর কাছে হস্তান্তর করেন।এ সময় স্থানীয় চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, নিহতদের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। নিহতদের মরদেহ আলাদা আলাদা গাড়িতে করে নিয়ে আসা হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে কফিন খুলে মরদেহ দেখানো হয় উপস্থিত লোকজনকে।
মঙ্গলবার রাতে গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৩৫), ছমির হোসেনের ছেলে সুজন (২২) ও চুনু মিয়ার ছেলে আকল মিয়াকে (১৯) ভারতের অভ্যন্তরে কুপিয়ে হত্যা করে মরদেহ সীমান্ত এলাকার একটি ধানক্ষেতে ফেলে রেখে যায় ভারতীয় নাগরিকরা। পরে সিংগিছড়া বিএসএফ জোয়ানরা তাঁদের মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আগরতলায় লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিএসএফের কম্পানি কমান্ডার বিরেন্দ্র বাজপাই জানিয়েছেন, ওই তিন বাংলাদেশি চুরি করতে ভারতে প্রবেশ করলে উত্তেজিত জনতার রোষানলে পড়ে তাঁরা মারা যান।তবে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা গরু ব্যবসায়ী ছিলেন। বুধবার বিকেলে বাল্লা সীমান্তের কেদারাকোট নামক স্থানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ কমান্ডিং অফিসার লে. কর্নেল এ কে বিদ্যা পিট বিজিবি ৪৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিনের কাছে মরদেহ হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন।