রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তিন দিনের সফরে নিশা দেশাই ঢাকায়

nisa_180458
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেনমধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পর্যবেক্ষক হিসেবে সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সরাসরি ঢাকায় আসেন তিনি।ঢাকা সফরে নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সমাজ, তৈরি পোশাক শিল্পখাতের নেতা ও বিরোধী দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেও তিনি সাক্ষা করবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়। সফরকালে রিশ দেশায় গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং ক্যাম্পাস পরিদর্শন করবেন।বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনের পর এটিই তার প্রথম ঢাকা সফর। এর আগে ২০১৩ সালের নভেম্বরে ঢাকা সফর করেন তিনি। ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন নিসা।