শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তিন উইকেটে জিতল শ্রীলঙ্কা

155852hgf

বাংলাদেশকে তিন উইকেটে হারালো শ্রীলংকা। মিরপুরে ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত হয়  লঙ্কানদের। অধিনায়ক ম্যাথিউস করেন ১০১ বলে ম্যাচজয়ী ৬৯ রান। মাত্র ২০৫ রানের টার্গেট দিয়েই বাজিমাত করে দিয়েছে বাংলাদেশ। । মাত্র ৮ রানের মধ্যে তারা ফিরিয়ে দেয়েছে কুশল পেরেরা (০), কুমার সাঙ্গাকারা (২) ও মাহেলা জয়াবর্ধনেকে (০)। সর্বোচ্চ ৩৩ রান করে ফিরেছেন লাহিরু থিরিমান্নে। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোন জয় পায়নি। তাই আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য মানরক্ষার। মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটা দারুণ করেছিল তারা। বিনা উইকেটে তুলে ফেলেছিল ৭৪ রান। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের ব্যাটিংয়ে। ৭৪ রানের পর মাত্র ১৩ রান যোগ করতেই তারা হারিয়ে ফেলে ৩টি উইকেট। মুশফিক-মুমিনুলদের কেউ উইকেটে দাঁড়াতে পারেনি। এনামুল হক বিজায় আউট হয়েছেন ৪৯ রান করে। আর সাকিব করেছেন ২০ রান। এছাড়া মাহমুদুল্লাহ ও নাসির হোসেন ৩০ করে রান করেছেন। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২০৪ রান করতে পেরেছে।