বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বাতিলসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জননেত্রী পরিষদ।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।মানববন্ধনে বক্তারা বলেন, তারেক রহমান তার বক্তব্যের মাধ্যমে শুধু বঙ্গবন্ধুকেই অপমান করেননি, পুরো জাতিকে অপমান করেছেন।তারেককে ‘চোর’ বলে আখ্যায়িত করে তার বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে।বক্তারা আরো বলেন, যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তারা পাকিস্তানের দালাল। তাই এ ‘দালাল’ তারেক রহমানের নাগরিকত্ব বাতিলসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবি সিদ্দিকী, সহ সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ।