Wednesday, February 12Welcome khabarica24 Online

তারেক কুলাঙ্গার: বাণিজ্যমন্ত্রী

image-4_139575
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তারেক রহমান কুলাঙ্গার। কেবল কুলাঙ্গারের পক্ষেই আওয়ামী লীগকে কুলাঙ্গার বলা সম্ভব।’
সম্প্রতি তারেক রহমানের দেয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ে ডি-৮-এর মহাসচিব সৈয়দ আলী মোহাম্মদ মুসাভির সৌজন্য বৈঠক করেন তিনি।
তিনি বলেন, ‘তাঁর বাবার জন্ম (প্রেসিডেন্ট) হয়েছে, মা-ও মন্ত্রী (প্রধানমন্ত্রী) হয়েছেন একজন বঙ্গবন্ধু এ দেশে ছিলেন বলেই। কেবল কুলাঙ্গারের পক্ষেই আওয়ামী লীগকে কুলাঙ্গার বলা সম্ভব। আমার মতো তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মীর পক্ষে তাঁর বিষয়ে মন্তব্য করা সমীচীন মনে করি না।’ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খালেদা জিয়াকে অনেক স্নেহ করতেন। তাই ১৫ আগস্ট জন্মদিন পালন করে তিনি অমানুষের পরিচয় দিয়েছেন।’