মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তারেককে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী

anisul_tarek_sm_984399750_56388

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বৃহস্প্রতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।আইনমন্ত্রী বলেছেন, বিএনপির হরতালের নামে এখন যেটা করছে সেটা হচ্ছে সন্ত্রাস, তার জন্য আইন প্রয়োগ করা হবে। হরতাল বন্ধ করা যদি জনগণের দাবি হয় তাহলে হরতাল বন্ধেও আইন করা হবে।তিনি বলেন, তালেবানদের সাথে যেমন আলোচনা হয়না তেমনি বিএনপির মত সন্ত্রাসী দলের সাথেও কোন আলোচনা হবেনা। তবে দেশের উন্নয়নে যে কোন দলের সাথে আলোচনা হতে পারে।আনিসুল হক বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায়না সে কারনেই তারা দেশে সন্ত্রাস চালাচ্ছে। উন্নয়ন ঠেকাতেই তারা এ অরাজকতার সৃষ্টি করছে। তাদের আন্দোলনে জন সম্পৃক্ততা নেই।তিনি বলেন, বঙ্গবন্ধুর আমলে হরতাল বললে গাড়ির চাকা বন্ধ হয়ে যেত। জনগণ বের হত না। এখন হরতাল ডেকে ফার্মগেইটে দুইটা ককটেল মারে। জনগণকে ভয়ভীতি দেখায়। সারা জীবন কষ্ট করে কেনা গাড়ি নিয়ে কে বেরুবে?সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা সম্পর্কে আনিসুল হক দাবি করেন, তদন্তে সময় লাগলেও তবে সাগর-রুনি হত্যা মামলা ‘ধামাচাপা’ পড়েনি বলেও তিনি জানান।তদন্ত অব্যাহত আছে। আশা করি তদন্তের মাধ্যমে আসল খুনি ধরা পড়বে। এমন কিছু বলা ঠিক হবে না, যাতে তদন্তে ব্যাঘাত ঘটে।”ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।