বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘পাকবন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দিন মেহেদী ডাকযোগে এ নোটিশ পাঠান।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং খালেদা জিয়ার গুলশানের বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে তারেক রহমান ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে।
আইনি নোটিশে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদোহী, পাকবন্ধু এবং পাকিস্তানি নাগরিক হিসেবে আখ্যায়িত করে তারেক রহমান অমার্জনীয় অপরাধ করেছেন। তার এই বক্তব্য রাষ্ট্রদোহিতার শামিল