শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তামিম-কায়েসের নতুন রেকর্ড

1920088_723000794448639_5680110208801811621_n

পুরনো রেকর্ডকে নতুন করে লিখলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বুধবার চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ১৮৬ রানের রেকর্ড গড়ে এখনো ব্যাট করেই চলেছেন এই দুজন।চার বছর আগে ইংল্যান্ডের লর্ডসে দেশের হয়ে সর্বোচ্চ ১৮৫ রানের জুটি গড়েছিলেন তামিম ও ইমরুল। এরপর ফর্মের সঙ্গে কায়েসের গরল টানে পার্টনার বদল হয় তামিমের। দেখা মেলে তামিম-আনামুল জুটি এবং তামিম-শামসুর জুটির। কিন্তু ক্রিকেট তীর্থ লর্ডসে গড়া সেই রেকর্ডটা অক্ষুণ্ণই ছিল এতোদিন। অবশেষে পুরনো দুই পাণ্ডবেই সেই রেকর্ডটা ভাঙলো। বুধবার ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তামিম-কায়েসই।এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম-ইমরুল ওপেনিং জুটিতে ২০১ রান করে এখনো অবিচ্ছিন্ন আছে। ১০৩ রানে ব্যাট করছেন তামিম। ৯২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ইমরুল। প্রসঙ্গত, বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে শতরানের পার্টনারশিপ ছিলো মাত্র চারবার। ২০০৫ সালে জাভেদ ওমর ও হাবিবুল বাশার প্রথম শত রানের ওপেনিং জুটি গড়েন। এরপর ২০০৮ সালে তামিমের সঙ্গে যোগ হয় জুনায়েদ সিদ্দিকীর নাম। সেবার এই দুজন মিলে ১৬১ রান করেন। তারপরই লর্ডসের সেই কীর্তিগাথা।