আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তার আত্মসমর্পণ করেছেন। দেলোয়ার দম্পতি রোববার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন। ঢাকার হাকিম আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। তাদের পক্ষে আদালতে শুনানি করবেন এটিএম গোলাম গাউস। এর দেড় মাস আগে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকান্ডের ঘটনায় ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসাবে অভিযোগ পত্র দেয়া হয় তাদের বিরুদ্ধে।