মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তরুণীদের বিবস্ত্র করার ঘটনায় হাইকোর্টের রুল

image_211067.court_8126

 

বাংলা বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণীদের যৌন হয়রানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৭ মের মধ্যে এই ঘটনা তদন্ত করে সর্বোচ্চ আদালতে প্রতিবেদন দাখিল করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাবি ভিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল দেন।এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যৌন হয়রানির শিকার হন কয়েকজন নারী। আজ কয়েকটি দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুজন নারী আইনজীবী। পরে আদালত রুলে জানতে চান, এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে।এ ছাড়া ঘটনা তদন্ত করে ১৭ মে তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।