রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাবির ভর্তি প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, প্রশ্ন তোলার সুযোগ নেই: ভিসি

image_72932_0
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বাছাই প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ, এটি শিক্ষার্থীদের ধ্বংস করে দিচ্ছে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের জবাবে আরেফিন সিদ্দিক রোববার দুপুরে সাংবাদিকদের একথা বলেন।
ঢাবি ভিসি বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা শতভাগ স্বচ্ছ।এ ধরনের পরীক্ষাকে প্রশ্নের মুখে ফেললে জাতির ভবিষ্যত প্রজন্ম বিভ্রান্তির মধ্যে পড়বে এবং তারা হতাশ হবে।
সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়ে ভিসি বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা নেয়া বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিষয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হবে
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলে এই অনুষদভুক্ত ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতাসম্পন্ন মাত্র দুজন শিক্ষার্থীকে পাওয়া গেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “শিক্ষার্থীদের সর্বনাশ করার এই পদক্ষেপ তারা (ঢাবি কর্তৃপক্ষ) বিবেচনা করবেন। কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিপূর্ণ না, এটা কোনো পরীক্ষাই না। এটা পাস ফেলের না, এটা বাছাই পরীক্ষা।