Sunday, February 16Welcome khabarica24 Online

ঢাবিতে ভর্তি পরীক্ষায় তৃতীয় হলেন মিরসরাইয়ের আবু তোরাব কলেজের জমির

Jamir-Uddin-233x300

নিজস্ব প্রতিবেদক ॥ অথচ গল্প সিনেমার মতই প্রাচ্যের অক্সফোর্ড জয় করে রীতিমত সকলকে অবাক করে দিলেন গ্রামের অতি সাধারণ একজন শিক্ষার্থী। যিনি মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক গন্ডি পার হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ জমির উদ্দিন। সে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের তিনঘোরিয়া টোলা শেখ কাজী বৈদ্য বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নূর ছোবহানের পুত্র।
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তখন থেকে প্রবল ইচ্ছা শক্তি অধ্যবসায় করে এগিয়ে যাচ্ছিলেন মেধাবী জমির। অবেশেষে তার স্বপ্ন পূরন হয়েছে। ভর্তি পরীক্ষায় (খ) ইউনিটে ৩য় সেরা হয়ে পড়ার সুযোগ পেয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মোহাম্মদ জমির উদ্দিন মিরসরাই উপজেলার আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে এইচএসি পাশ করেন।
মেধাবী এই শিক্ষার্থী গত ৯ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় (খ ইউনিট) অংশ নেন। ১৩ অক্টোবর প্রকাশিত ফলাফলে সে তৃতীয় স্থান অধিকার করে। তাঁর এই সাফল্যে মুগ্ধ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জমিরের এমন কৃতিত্বে প্রসংশা করছেন।
কলেজের অধ্যক্ষ নুরুল আবছার জানান- জমির এসএসসিতে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। এইচএসসিতে মানবিক বিভাগে এসে জিপিএ ৫ পেয়েছে কৃতকার্য হয়েছে ।এই বছর পাশের হার কম থাকলে ও সে জিপিএ ৫ অর্জন করে।আমরা তাকে নিয়ে অনেক আশাবাদি ছিলাম। সে বেশ মেধাবী।আমরা তাঁর উজ্জল ভবিষৎত কামনা করি।
কলেজের ইংরেজী প্রভাষক শিমুল কান্তি ভোমিক জানান- সে লেখাপড়া অনেক ভালো ছিল । আর ইচ্ছা ছিল সে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা বিষয় নিয়ে পড়বে ।তার ইচ্ছা শক্তি তাকে এগিয়ে নিয়েছে।
জমির উদ্দিন জানান – আমি ছোট বেলায় থেকে স্বপ্ন দেখতাম।বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় ভাই দের দেখে আমি অনুপানণত ।আর সে থেকে আমার ইচ্ছা ছিল। আর আমার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম আমাকে এগিয়ে নিয়েছে। আমার বিশ্বাস ছিল আমি ভর্তি পরিক্ষায় ভালো করবো। তৃতীয় হওয়ায় বেশ ভালো লাগছে। কোন বিষয়ে পড়াশোনার ইচ্ছে জানতে চাইলে, ‘প্রথম চয়েস ইংলিশ তারপর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ।