শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় প্যানেল মেয়ার নজরুল ইসরামের লাশ উদ্ধারের সংবাদে সিদ্ধিরগঞ্জের মিজমিজি নজরুলের বাসভবন এলাকাসহ আশপাশ এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে যানাবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে কাউন্সিলর নজরুল অপহরণ মামলার আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ইয়াছিন কাউন্সিলর নজরুল অপহরণ মামলার ২নং আসামি ছিলেন। রাত ৭টায় নজরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইয়াছিন মিয়ার মালিকানাধীন মেসার্স শ্যামস ফিলিং স্টেশনে ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা শ্যামস ফিলিং স্টেশনের কাউন্টার ও তেল মিটার ভাংচুর করে। পরে তারা আগুন জ্বালিয়ে দেয়। একইসময় বিক্ষুব্ধরা তেলের ড্রাম বের করে রাস্তায় জ্বালিয়ে দেয়। মহাসড়কের ৫০টি স্থানে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে চলাচলকারী ৭০টি যানবাহন ভাংচুর করে।রাত ৮টার দিকে মাদানীনগর মাদ্রাসার সামনে একটি ট্রাকে আগুন দেয় ক্ষুব্ধ লোকজন। জানা গেছে, কাউন্সিলর নজরুল ইসলামের অপহরণের পর থেকে আসামী ইয়াছিন মিয়া দেশের বাইরে রয়েছেন।
এদিকে সিদ্ধিরগঞ্জে কদমতী এলাকায় নজরুলের সহযোগী স্বপনের কদমতলী এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার স্বজনসহ এলাকাবাসীকে অশ্র“শিক্ত দেখা গছে। নজরুলের অনেক সহযোগী তাজুলের লাশ শনাক্ত করে তার স্বজনরা। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নজরুল ইসলামের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় বাসস্টান্ডে জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেয়। এসময় তারা মহাসড়কে কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাত-পা বাঁধা অবস্থায় নজরুল ইসলামের লাশ তার ভাই আব্দুস সালাম ও স্ত্রী সেলিনা ইসলাম বিউটি শনাক্ত করার পর এলাকাবাসী বিকাল সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ঢাকা সিলেট সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকাগামী পরিবহনগুলোকে পুলিশ কাঁচপুর ব্রীজ দিয়ে ঘুরিয়ে ডেমরা হয়ে ঢাকায় প্রবেশের ব্যাবস্থা করে পুলিশ। ঢাকা থেকে পূর্বাঞ্চলগামী গাড়িগুলোও ঘুরিয়ে যাত্রাবাড়ি থেকে ডেমরা হয়ে পূর্বাঞ্চলের দিকে চলাচলের ব্যাবস্থা করে।এর আগে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়ে সাড়ে ৪ ঘন্টা অবরোধ করার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়ে অবরোধকারীরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ অপহৃত ৫ জনের উদ্ধারের দাবিতে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তারা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে নজরুল ইসলামসহ ৫ অপহৃতকে উদ্ধার না করলে এলাকাবাসী, নজরুল ইসলামের সহযোগীসহ সকলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার ঘোষণা দিয়ে অবরোধ কর্মসূচী শেষ করেছিল। অপহৃত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ইসলাম বিউটি ও বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নজরুল ইসলাম অপহরণ হওয়ার ৪ দিন অতিবাহিত হতে চলেছে। তবুও পুলিশ অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি।