নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই লেইনেই বারইয়ারহাট থেকে ছোট কুমিরা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতেও দেখা গেছে। জানা যায়, বুধবার (১৯ ফেব্র“য়ারি) রাত ১০টায় মীরসরাই উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিনের কর্মীরা মীরসরাই উপজেলার মীরসরাই ও নিজামপুরের বিভিন্ন অংশে ব্যারিকেড দিলে এই যানজটের সৃষ্টি হয় যা নিয়ন্ত্রনে আনতে বিকেল ৪টা পর্যন্ত ট্রাফিক পুলিশদের কঠোর পরিশ্রম করেতে দেখা গেছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান, যানজট ছিল তবে এখন গাড়ি চলছে। যানজট সৃষ্টির কোনো কারণ তিনি জানেন না বলেও জানান তিনি।