রাজনৈতিক অস্থিরতা ও পরীক্ষা সূচি বিবেচনায় নিয়ে স্বল্প সময়ে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তথ্য জানিয়ে বলেছেন, চলতি বছর এর বাইরে অন্য কোনো নির্বাচনের প্রস্তুতি নেই। সিইসি আরও বলেন, ‘চলমান সংকট নিরসনে উদ্যোগ বা মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে কমিশনের কিছু করার নেই। রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।’ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে গতকাল স্মার্টকার্ড সংক্রান্ত প্রকল্পের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘নির্দলীয়’ নির্বাচনে সব দলের অংশগ্রহণও চান সিইসি। তিনি বলেন, ‘এই দুই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। স্থানীয় সরকারের নির্বাচন নির্দলীয়। অতীতেও সিটি নির্বাচনে অনেক দল অংশ নিয়েছে। দলীয় প্রতীক না থাকলেও আমরা চাই সবাই এ দুই নির্বাচনে অংশ নিক।’ ৫ জানুয়ারি নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলগুলোর অংশগ্রহণের কথাও তুলে ধরেন কাজী রকিব।