সিটি নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ দুই সিটিতে মঙ্গলবার সব ব্যাংক, বীমা, সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নির্বাচন-সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যদি কাল কোনো পাবলিক পরীক্ষা থাকে তবে পরীক্ষার কেন্দ্রগুলো ও পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।