Thursday, December 12Welcome khabarica24 Online

ঢাকা আসছেন নিশা দেশাই

image_151002.nisa_us
আবারও ঢাকা সফরে আসছেন ওয়াশিংটনের দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশা দেশাই বিসওয়াল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিষয়ে তাদের জানানো হয়েছে।তার সফরসূচি এখনও ঠিক না হলেও চলতি মাসের শেষ সপ্তাহে এই সফর হতে পারে বলে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে।তবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা।
এবছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে গত বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় এসে নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল।