শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকায় ভয়াবহ পানি সংকট

 

image_146162.2008-04-23__front01

হঠাৎ জাতীয় গ্রিডে কারিগরি সম্যসার কারণে বিদ্যুৎ সংকট হওয়ায় ভয়াবহ পানি সংকটে পড়েছে নগরবাসী। একযোগে পুরো রাজধানীতে এ সংকট দেখা দিয়েছে। ঢাকা ওয়াসার যে পরিমান জেনারটের রয়েছে তা দিয়ে এ সংকট মোকাবেলা করা সম্ভব না। ফলে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি না থাকায় এ সংকট বাড়তি দুর্ভোগে ফেলেছে মানুষকে। এ ব্যাপারে ঢাকা ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকেৌশলী তাকসিম এ খান কালের কণ্ঠকে বলেন, ঢাকা ওয়াসা ওয়াটার ক্রাইসিস ম্যানেজম্যান্টের আওতায় রাজধানীতে পানি সরবরাহ অব্যাহত রেখেছি। ওয়াসার সাড়ে ৬০০ পাম্পের মধ্যে জেনারেটর রয়েছে ৪৩৫টি।এ ছাড়া ৪০ মোবাইল জেনারেটরের মাধ্যমে পাম্পে পানি উত্তোলন স্বাভাবিক রাখা হয়েছে। এ ব্যবস্থায় ১২ ঘণ্টা রাজধানীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যাবে। এ নিয়ে উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই। বিদ্যুৎ সমস্যার সঙ্গে সঙ্গে গতকাল শনিবার রাজধানীর প্রায় সব এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। বেশ কয়েক মাস ধরে সরবরাহ স্বাভাবিক থাকায় বেশির ভাগ বাসা-বাড়িতে পানি জমানো ছিল না। ফলে পানি সরবরাহ বন্ধ হওয়ার পর পরই ভয়াবহ দুর্ভোগে পড়েন মানুষ। ওয়াসার পাম্পগুলোতে মানুষ ভিড় জমাতে শুরু করে।