ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন দুই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে পাট অধিদফতরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মণকে এবং দক্ষিণের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত মোস্তফাকে। গত ৮ তারিখের মন্ত্রিসভার বৈঠকে প্রশাসকদের মেয়াদ ৬ মাসের স্থলে এক বছর করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার চার দিনের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিদ্যমান আইনে প্রশাসকের মেয়াদ হলো ছয় মাস। সদ্য বিদায়ী প্রশাসকদের মেয়াদ শেষ হওয়ায় আইনের বাধ্যবাধকতায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে নবনিযুক্ত প্রশাসকদের নিয়োগ আদেশে তাদের মেয়াদ উল্লেখ করা হয়নি। সূত্র জানিয়েছে যে, স্থানীয় সরকার বিভাগ তাদের মেয়াদ নির্ধারণ করবে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।