মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ডোমখালীতে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Madrasa Pic 05.03.14
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলাস্থ ডোমখালী নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল এবাদত খানা ও শ্রেণীকক্ষ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরীর অর্থায়নে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় মাদ্রাসা ময়দানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পূর্বে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ও প্রতিষ্ঠানটির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন খাকী, শীতলপুর গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামরুল হুদা নিজামী, সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররেছ আলহাজ্ব মাওলানা সামসুদ্দীন, মাওলানা আনোয়ারুল আল মামুন, মাওলানা নুরুল আবছার সিদ্দীকী ও প্রতিষ্ঠানের কচিকাঁচা শিক্ষার্থীবৃন্দ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জগৎকল্যাণে দোয়া মোনাজাত করা হয়।