তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণায় গাজীপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ জন্য ‘ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন-২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সোমবার এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।তিনি বলেন, কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে মন্ত্রিসভা ‘ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন-২০১৪’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে।তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণের বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে তা চূড়ান্ত অনুমোদনের সময় আইনের খসড়ায় প্রতিফলিত করার নির্দেশনাও দিয়েছে মন্ত্রিসভা।