নিজস্ব প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের পাশে এগিয়ে এসেছেন নাহার এগ্রো গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলার করোনা ব্যতিরেকে ও সর্দি, কাশি, হাঁচি, শ্বাষ কষ্টের রোগিদের সেবার জন্য শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের কাছে
কিছু জরুরী সরঞ্জাম হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উপজেলার নাহার এগ্রো আমার কাছে উপজেলার চিকিৎসকদের জন্য ৪০টি পিপিই (পারসোনাল প্রটেকশন ইউনিট), ২৮০টি হ্যান্ড স্যানিটাইজার, ৮০০ মাস্ক ও নগদ এক লাখ টাকা প্রদান করে। এসব সরঞ্জাম আগামীকাল ( আজ রবিবার ) উপজেলার হাসপাতাল সমূহে পাঠানো হবে ডাক্তারদের অন্যান্য রোগিদের ও চিকিৎসা সেবার সুবিধার্থে। উক্ত পন্য সমূহ হস্তান্তর কালে নাহার এগ্রোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের জিএম (প্রশাসন) ফাইম উদ্দিন ভূঁইয়া ও জিএম (উন্নয়ন) মোঃ আলা উদ্দিন চৌধুরী। আলা উদ্দিন চৌধুরী বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আমাদের কোম্পানীর এমডি রাকিবুর রহমান টুটুলের পক্ষ থেকে প্রশাসনের পাশে থাকা মাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও এই দুর্যোগ মুহর্তে প্রয়োজনীয় এসব সামগ্রী নিয়ে এগিয়ে আসার জন্য নাহার গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সন্দেহজন করোনা ভাইরাসে আক্রান্ত্রদের শনাক্ত করার সেবা দিকে ও পিপিই খুবই গুরুত্বপূর্ণ। উক্ত পিপিই পাওয়ায় চিকিৎসকদের জন্য চিকিৎসাসেবা প্রদানে সুবিধা হবে।