ছয় শতাধিক মানুষ নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা মিয়ানমারের পতাকাবাহী ট্রলার আটকের ঘটনায় ৯৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে নৌবাহিনী। আজ বুধবার সকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন।
থানা সূত্রে খবর, দুই মামলার একটি হয়েছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। অন্য মামলার অভিযোগ মানব পাচার।
অবৈধ অনুপ্রবেশের মামলায় মিয়ানমারের ৮২ নাগরিককে আসামি করা হয়েছে। তারা সবাই আটক ট্রলারের আরোহী ছিলেন। আর মানব পাচারের মামলার ১৬ আসামি ওই পাচারকারী চক্রের দালাল। তাদেরও ওই ট্রলার থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘দুর্জয়’ সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে গভীর সাগর থেকে ট্রলারটি আটক করে। ট্রলারটিতে নারী ও শিশুসহ ৬২৫ জন মানুষ ছিল। পরে নৌবাহিনীর পাহারায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলার ও আরোহীদের চট্টগ্রামে নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ (আরআরবি) জেটিঘাটে নিয়ে যাওয়া হয়।