শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জয়াবর্ধনের

jayawardene_122774

টি-টুয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন শ্রীলংকার অন্যতম সফল ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।
আসন্ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজের পরই পাঁচ দিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শ্রীলংকার সাবেক এ অধিনায়ক।দীর্ঘ ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে চুটিয়ে খেলেছেন তিনি। ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও সফল জয়াবর্ধনের টেস্ট অভিষেক হয় ১৯৯৭ সালে আগস্টে। ১৪৫টি টেস্ট খেলে রান করেছেন ১১৪৯৩, যার গড় ৫০.১৮। আগামী ১৬ জুলাই থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজই তার শেষ টেস্ট সিরিজ বলে ঘোষণা করেন জয়াবর্ধনে।