সোহাগ গাজীর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাহাঁতি স্পিনার ইলিয়াস সানি। আগামীকাল দলের সঙ্গে যোগ দিতে ক্যারিবীয়ানের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবেন এই স্পিনার। আগামী ৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টে দু’দলের মধ্যে প্রথম টেষ্ট অনুষ্ঠিত হবে।
এর আগে গাজী সেন্ট কিটস থেকে মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন-মোর্তজা ও তাসকিন আহমেদের সঙ্গে দেশে ফেরত আসেন। দুই দলের দ্বিতীয় ওয়ানডেতে গাজীর বোলিং এ্যাকশন আম্পায়ারদের সন্দেহে পড়ে। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কার্ডিফ মেট্রপলিটন ইউনির্ভাসিটিতে বোলিং এ্যাকশন পরীক্ষা করাতে যাবেন তিনি। তাই সেখানকার ভিসা পেতে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে ঢাকায় ফেরত আসেন গাজী।গাজীর বদলি হিসেবে টেষ্ট দলে সুযোগ পাওয়া সানি এর আগে জাতীয় দলের হয়ে চারটি টেষ্ট খেলেছেন। ৪৩.১৬ গড়ে ওভার প্রতি ৩.৬০ ইকোনমিতে ১২ টি উইকেট পেয়েছেন এই বাহাঁতি।