Sunday, January 19Welcome khabarica24 Online

টেকনাফে ৪৭২ বোতল মদ-বিয়ার উদ্ধার : আটক ১

image_89907.taknaf

টেকনাফে বিপুল পরিমান মিয়ানমারের মদ-বিয়ারসহ একজনকে আটক করেছে পুলিশ। ২৮ মে বুধবার রাতে পৌরসভার নাইটং পাড়া এলাকায় অবিযান চালিয়ে এসব আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমার তৈরি আন্দামান বিয়ার ৩২০ ক্যান, ড্রাইজিন মদ ৯৮ বোতল, খোলামদ ৫ বোতলসহ মোট ৪৭২টি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত নাইটং পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে কেফায়েত উল্লাহকে (২২) আটক করা হয়। এ ব্যাপারে ধৃতসহ রহমত উল্লাহ নামক অপর একজন পলাতক আসামি করে মামলা রুজু করেছে পুলিশ।