সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

yeaba._53011_269547

টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৩২ হাজার পিস ইয়াবা বড়িসহ চার জনকে আটক করেছে পুলিশ।সোমবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন-চট্রগ্রাম বায়েজিদ বোস্তামি এলাকার নজরুল হোসাইন (২৯), চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ২ নং  ওয়ার্ডের মনসুর আলম (৪৩), টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার হামিদ হোসেন (২৮) ও কুমিল্লা বুড়িচং রামপুরার শাহজাহান খাঁন (৩১)।টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনের এলাকায় চট্টগ্রামগামী একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালায়। এসময় প্রায় ৯৬ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ওই চারজনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।