টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে গুলি করে ও কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম আজম বিল ঘারিন্দা গ্রামের আফজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শহরের কলেজ গেট বেবীটেক্সি শ্রমিক সমিতির সভাপতি ছিলেন।নিহতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শী জান্নাতুল ফাতেমা জানান, বিকালে তার স্বামী বাইপাসের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় তিনটি মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে অবিরাম গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা নেয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই আশরাফুল জানান, তার শরীরে তিনটি গুলি লেগেছে। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়েছে। ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান এ এম হোসেল কাশেম জানান, তার মৃত্যুর খবর শুনে বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে বিস্তারিত জানতে পারি। টাঙ্গাইল মডেল থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
নিহতের ছোট ভাই আশরাফুল জানান, তার শরীরে তিনটি গুলি লেগেছে। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়েছে। ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান এ এম হোসেল কাশেম জানান, তার মৃত্যুর খবর শুনে বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে বিস্তারিত জানতে পারি। টাঙ্গাইল মডেল থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।