বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জয়াবর্ধনের পর ঘূর্ণিপাকে দক্ষিণ আফ্রিকা

4_127689

প্রথম দিনের উইকেট দেখে অনেকেই ধারণা করছিলেন এটাই সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) ধারাবাহিক রূপ। শ্রীলংকা ব্যাটিংয়ে থাকার সময় মনে হয়েছিল ফ্লাট উইকেট। কিন্তু ধারণা পাল্টে যেতে শুরু করে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে। ৫২ ওভার খেলা শেষে রানরেট দুয়ের বেশি তুলতে পারেনি সফরকারীরা। প্রথম দিনে শ্রীলংকার স্কোর ও এসএসসি উইকেটের ঐতিহ্য মানলেও দ্বিতীয় দিনটি বড় চমক জাগানিয়া। তিন উইকেট হারিয়ে প্রোটিয়ারা করেছেন ৯৮। শ্রীলংকার থেকে এখনও ৩২৩ রান পিছিয়ে রয়েছে হাশিম আমলার দল। অধিনায়ক হওয়ার পর দ্বিতীয় টেস্টেই দলের হাল ধরতে হচ্ছে আমলাকে। টপঅর্ডারের ব্যর্থতার দিনে ১৩৪ বলে ৪৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। দ্বিতীয় দিনে শ্রীলংকা ১২১.৪ ওভারে ৪২১ রানে অলআউট হয়। এর আগে রানআউটের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন এসএসসি ঘরের ছেলে মাহেলা জয়াবর্ধনে। প্রথম দিনে ১৪০ রানে অপরাজিত থাকা জয়াবর্ধনে দ্বিতীয় দিনে আরও ২৫ রান যোগ করে পিটারসেনের সরাসরি থ্রোতে রানআউটের শিকার হন তিনি। স্বাগতিকরা তখন চারশ’ পার করেছে। প্রথম দিনের ১২ রান নিয়ে খেলতে নেমে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন আরেক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তবে তিনিও রানআউটের শিকার হন। ডি ককের হাতে রানআউট হওয়ার আগে ১১৬ বলে করেন ৭২ রান। টেস্ট শুরুর আগেই স্পিনসহায়ক বলে আগেই আলোচনায় ছিল এসএসসি। কিছুটা সুবিধা পেয়েছে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়ার স্পিনার ডুমিনি ও ইমরান তাহির নিয়েছেন তিনটি উইকেট। তবে শ্রীলংকা স্পিন উইকেটের সুবিধা তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই। নিজের পঞ্চম বলে ডিন এলগারকে ফেরান রঙ্গনা হেরাথ। আরেক স্পিনার দিলরুয়ান পেরেরা উইকেট পেয়েছেন নিজের তৃতীয় বলেই। ১৩ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা। তৃতীয় উইকেটে আমলার সঙ্গে
ফাফ ডু প্লেসিস ৫৮ রানের জুটি গড়েন। এরপর পেসার লাকমালের শিকারে পরিণত হন প্লেসিস। এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে দিন পার করেছেন আমলা। ৫২ ওভার বল করে শ্রীলংকা মেডেন দিয়েছে ১৫টি। ওয়েবসাইট।
শ্রীলংকা প্রথম ইনিংস ৪২১ (সিলভা ৪৪, জয়াবর্ধনে ১৬৫, ম্যাথিউস ৬৩, ডিকওয়েলা ৭২। স্টেইন ২/৬৯, ফিল্যান্ডার ২/৫২, ডুমিনি ২/৮০)।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস
রান বল ৪ ৬
পিটারসেন ক ও ব হেরাথ ২ ১০ ০ ০
এলগার ক সিলভা ব পেরেরা ১ ২২ ০ ০
ডু প্লেসিস ক ডিকওয়েলা ব লাকমাল ৩৬ ১০৯ ৩ ১
হাশিম আমলা নটআউট ৪৬ ১৩৪ ৩ ০
ডি ভিলিয়ার্স নটআউট ১১ ৩৮ ১ ০
অতিরিক্ত ২
মোট (৩ উইকেটে, ৫২ ওভারে) ৯৮
উইকেট পতন : ১/৩, ২/১৩, ৩/৭১।
বোলিং : লাকমাল ১১-৪-১৩-১, হেরাথ ১৩-৫-১৬-১, পেরেরা ১৫-৬-২৪-১, মেন্ডিস ৯-০-২৭-০, ভিথানাগে ৪-০-১৭-০।