Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

hasina-00_65935
দীর্ঘ আড়াই বছর পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি এই মন্ত্রণালয়ে প্রবেশ করেন।মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এবং ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে সুদূর পসারী পরিকল্পনা গ্রহা্ণরে পদক্ষেপ নিতে হবে। বিদ্যুৎ পৌঁছে দেয়ার পেছনে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ সেক্টরের যেটুকু অর্জন তা আপনাদের এবং দেশবাসীর। এজন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।সংবাদমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশের কিছু মিডিয়া ও অন্যরা অনবরত ত্রুটি ধরতে থাকে। কোথায় একটু দোষ পাওয়া যায় এটাই তাদের লক্ষ্য।বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করতে এসে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভাল কাজে কিছু ত্রুটি থাকে। বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজটার পেছনে যে কাজটা করতে হয় এটা খুব কম লোকই খবর রাখে।এর আগে বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নামফলক বসানো হয়।