সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের অন্যতম ব্যস্ততম বাজার জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার সময় জোরারগঞ্জ বাজারের রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত সভায় বাজার উন্নয়ন কমিটির যুগ্ন সম্পাদক নূর উদ্দিনের সঞ্চালনায় ও বাজার উন্নয়ন কমিটির সভাপতি প্রসার কান্তি বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন। এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মো: আলমগীর, সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, সদস্য মহিউদ্দিন। ব্যবসায়ীদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন, সাইদুল হক, শহিদুর ইসলাম, কাউসার, হারুন প্রমুখ।