রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নাছির উদ্দিন ঃ
থানা এলাকার সার্বিক আইনশৃংখলা কার্যক্রম নিয়ে স্থানীয়দের সাথে জোরারগঞ্জ থানা পুলিশ ওপেন হাউজডে’র মাধ্যমে মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার দুপুরে জোরারগঞ্জ থানা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান। অনুষ্ঠানের প্রথমে তিনি উপস্থিত জনতার বিভিন্ন অভিযোগ ও পরামর্শের কথা শোনেন। পরে সে বিষয়ের উপর তিনি আলোচনা করেন। এসময় থানা এলাকায় মাদক, ইভটিজিং এবং গুজব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় তিনি বলেন, মাদক ও ইভটিজিংএর ব্যপারে কোন ছাড় নয়। আমরা এ বিষয় গুলোতে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করছি। আলোচনা শেষে সম্প্রতি ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষ আক্রান্ত হয়ে হতাহতের ঘটনার বিষয়ে সবাইকে সচেতন করেন। তিনি বলেন, আপনাদের বাড়ীর আশ-পাশ এবং অফিস ও অন্যান্য স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করে রাখুন। যাতে এডিস মোশার জন্ম না হয়। সকলের সচেনতাই পারে ডেঙ্গু থেকে সুরক্ষা করতে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ৬নং ইছাখালি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়–য়া। এসময় থানা এলাকার সকল ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি এবং চৌকিদার ও জনসাধারণ উপস্থিত ছিলেন।