নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠান বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে ২০০৮ ব্যাচের ছাত্র সামছুদ্দিন আবীরের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞা, প্রধান শিক্ষক সাইফুল আলম, সহ-প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে, জয়পুর পূর্ব জোয়ার আংকুরেরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রঞ্জন নাথ, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দীন ভূঁইয়া, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারেক নিজামী, রেজাউল করিম, নীলুফা ইয়াছমিন, কেয়া চক্রবর্তী, অছিউর রহমান, পরিচালনা সদস্য জহুরুল আলম চৌধুরী, নুরুল আলম, ২০০৮ ব্যাচের ছাত্র জয়নাল আবেদীন, গোপাল দেবনাথ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক জসীম উদ্দিন দুলাল, সিনিয়র শিক্ষক নিতাই চন্দ্র দাশ, সুব্রত দাশ, সাংবাদিক রাজিব মজুমদার, সাংবাদিক নাছির উদ্দিন, মিলন দেবনাথ, শিক্ষক মোশাররফ হোসেন, হায়দার আলম, শাহাদাত হোসেন, আঁখি প্রমুখ । ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে সকালে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাতফেরির আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীরা মহামায়া ভ্রমণ করেন। আলোচনা সভাশেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।