মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জে মাদকদ্রব্যসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি : জোরারগঞ্জে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে ২৯ আনসার ব্যাটালিয়ন সদস্যরা। শনিবার (১৪ মার্চ) রাত ৯ টার সময় জোরারগঞ্জের ছুঁটি খাঁ মসজিদ এলাকায় টহলরত আনসার সদস্যরা একটি সিএনজিকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি চালায়। এসময় তারা তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা, ২০ বোতল হুইস্কি ও ১০ বোতল ফেনসিডিলসহ শহীদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করে। এসময় তাঁরা সিএনজি (চট্টমেট্রো-থ ১২-৬২৩৪) সহ যুবককে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করে। এবিষয়ে ২৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো: সেলিমুজ্জামান জানান, টহলরত অবস্থায় সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছি।