03/04/2016 by faruque emon নিজস্ব প্রতিনিধি, জোরারগঞ্জ : মীরসরাইয়ের জোরারগঞ্জে সিমেন্ট বোঝাই ভটভটি চাপায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ছাত্র সীমান্ত নাথ প্রান্ত (১১)। সে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র। সীমান্ত স্থানীয় জোরারগঞ্জের ব্যবসায়ী নন্দনপুর গ্রামের উত্তম কুমার নাথের পুত্র বলে জানা গেছে। আজ (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জোরারগঞ্জের প্রজেক্ট রোড়ের মাথায় (তেমুহানী) এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মস্তানগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্তের দুটি পায়ের হাঁটু থেঁতলে যায়।