মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে মীরসরাইয়ের জোরারগঞ্জে আদর্শ বন্ধু ফোরামের আয়োজনে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় “আইনের কঠোর প্রয়োগই মাদক নির্মূলে যথেষ্ট’ বিষয়ে বিপক্ষে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং পক্ষে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ অংশগ্রহন করেন। উক্ত বির্তক প্রতিযোগিতায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা বক্তা নির্বাচিত হন তানজিলা আক্তার তানসি। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, বিচারক ছিলেন রয়েল সিমেন্টের এসিস্ট্যান্ট ম্যানেজার জসীম উদ্দিন দুলাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, জোরারগঞ্জ মহিলা কলেজের প্রভাষক নারায়ণ চন্দ্র দাশ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় আদর্শ বন্ধু ফোরামের সাবেক সভাপতি দীন মোহাম্মদের সঞ্চালনায় এবং জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তরজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন দিদার, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক বিপুল দে, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, যুবলীগ নেতা নাজিম উদ্দিন অপু, ছাত্রলীগ নেতা মানারাত চৌধুরী বাবু, রিয়াজ বিন আলী, জাহিদুল ইসলাম সুজন, শাহরিয়ার হাসান, আরিফ, মোঃ রাসেল সরকার, মোঃ নূর নবী প্রমুখ।