শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জে আগুনে পুড়ে দোকানঘর সহ ৫ বসতঘর ভষ্মীভূত, ২ জন অগ্নিদগ্ধ

নিজস্ব সংবাদাতা, ॥ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন গোবিন্দপুর গ্রামের জেলেপাড়ায় দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ পরিবারের ৪ টি বসতঘর সহ ১টি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। এতে আগুনে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন জেলেপড়ার বাসিন্দা হিরালাল দাস হিরণ (৫২) এবং তার স্ত্রী মমতা রাণী দাস (৪২)। তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় নিরঞ্জন দাস, দীপক দাস, শ্যামল দাস এবং হিরালাল দাসের বসতঘর ও একটি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এ-বিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ জানান, বৈদ্যুতিক র্শটর্সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে একটি দোকানঘর সহ ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।