নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধিন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হাটে বাজারে শ্রমজীবি মানুষদের এবং বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র মানুষদের খাবার পৌছে দিচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মাষ্টার রেজাউল করিম। মঙ্গলবার ( ৩১ মার্চ) সকাল ১১টায় জোরারগঞ্জ বাজারস্থ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বাজারের সকল শ্রমজীবি রিক্সা ও ভেন চালক সহ খেটে খাওয়া ২ শতাধিক মানুষকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহ নানা সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভ’ঞা, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী,
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। এরপর দিনভর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে দিনমজুর ও দরিদ্র মানুষদের ঘরে ঘরে পৌছে দেন খাবার।