মীরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ শত প্রকৃত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল সহ জরুরী খাবার পণ্য পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এর পক্ষ থেকে শনিবার ( ২৮ মার্চ) সকাল থেকে দিনভর উক্ত খাবার বিতরণ করা হয়। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার, সাহেরখালীর ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার প্রমুখ প্রশাসনিক ব্যক্তিবর্গ।
উক্ত কর্মসূচিকালে প্রকৃত দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও প্রান্তিক অসহায়দের মাঝে উক্ত জরুরী খাবার পণ্য বিতরণ করা হয়। নির্বাহী কর্মকর্তা এসময় আরো বলেন উপজেলা প্রতিটি সামর্থবান ব্যক্তিরা ও এমন মানবিক উদ্যোগ নিয়ে এই ক্রান্তিকালে প্রকৃত সমাজসেবার অনন্য ভূমিকা রাখতে পারেন।