সরকার শিগগিরই নতুন পে-স্কেল ঘোষণা করতে যাচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত অারা সাদেক জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত সমিতির সদস্যদের সন্তানদের উৎসাহ বৃত্তি প্রদান, প্রথম শ্রেণী পদে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা ও অবসর প্রাপ্তদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ১২ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক। তাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রলাণয়ের অতিরিক্ত সচিব মহিবুল হক, কাজী রওশান আক্তার প্রমুখ।