Saturday, February 8Welcome khabarica24 Online

জুনিয়র বৃত্তিতেও মিরসরাইতে শীর্ষে জে, বি, উচ্চ বিদ্যালয়

20160514_164041

নিজস্ব প্রতিবেদক- ২০১৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৫ জন মোট ৬০ জন বৃত্তি পেয়ে মিরসরাই উপজেলায় এবারও শীর্ষে জে,বি, উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য যে, মিরসরাই উপজেলায় ট্যালেন্টপুল কোটা ২০টি এবং সাধারণ গ্রেড কোটা ৮৮। সর্বমোট মিরসরাই উপজেলা কোটা ১০৮ টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মকসুদ আহমদ চৌধুরী ৬০ জন বৃত্তি লাভ করায় সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, পরিচলনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকসহ বিদ্যলয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।